বন্ধ হচ্ছে ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ BD All Sim New Update 2019

আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ হতে যাচ্ছে। অফারে এ ধরনের কোনও প্যাকেজ থাকবে না।

বুধবার (১৬ জানুয়ারি) BTRC ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (TRNP) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।
BTRC এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নির্দেশ স্থগিত রাখা হয়।
জহুরুল হক বলেন, বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।
বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে BTRC।
TRNP সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BTRC এর এই কাজটি আপনাদের কাছে কতো টুকো ভালো লেগেছে - কমেন্টে জানাতে ভুলবেন্না।



Please Do not Spam

একটি মন্তব্য পোস্ট করুন

Please Do not Spam

Post a Comment (0)

নবীনতর পূর্বতন