Free Internet Events - Learn In Bengali - ফ্রি ইন্টারনেট এর গোপন তথ্য

আমরা সবাই ফ্রি ইন্টারনেট পেলে খুশীতে গদগদ হয়ে যাই আবার হঠাৎ ফ্রি নেট বন্ধ হয়ে গেলে বিরক্তির সীমা থাকে না…ফ্রি নেটের মজাই আলাদা!!!
কিন্তু আসলেই কি আপনি জানেন এই ফ্রি নেটের রহস্যটা কি কিংবা কিভাবে এই ফ্রি নেট তৈরী করা যায়?

ইন্টারনেট আসলে কি?
সহজ কথাতে ইন্টারনেট হলো একটা বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক সিস্টেম যেটার মাধ্যমে কম্পিউটারগুলো IP Address পরিচয়ে পরস্পরের মাঝে ডাটা বা তথ্য আদান প্রদান করে। ইন্টারনেট মানেই Google কিংবা Facebook নয় বরং এইসব ওয়েবসাইট যেই নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে সেবা দিয়ে থাকে সেটাই ইন্টারনেট। ইন্টারনেটের এইসব ডাটা আদান প্রদান করা হয় অপটিকাল ফাইবার দ্বারা [ অপটিকাল ফাইবার হলো এমন এক প্রকার আলোক তন্তু যেটার মাঝে ডাটা আলোক শক্তিরূপে পূর্ন অভ্যন্তরীণ প্রতিফলনের দ্বারা সঞ্চালিত হয়] সেই ডাটা IPS এর থার্ড টাইর হতে বিভিন্ন সার্ভিস অপারেটর টাওয়ার অথবা ল্যান-ব্রডব্যান্ডের মাধ্যমে আপনার মোবাইল বা পিসিতে পৌছায়….সো সিম্পল টেকনোলোজি তাইনা?

ফ্রি ইন্টারনেট আসলে কি?
বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করাই হলো ফ্রি ইন্টারনেট,এটা হতে পারে আমার বাড়ীর ওয়াইফাই আপনি ফ্রিতে ব্যবহার করছেন কিংবা জিপি-রবি সীমে ফ্রি বেসিকস ব্যবহার করছেন ইত্যাদি ইত্যাদি; কিন্তু সত্য কথাটা হলো ইন্টারনেট কখনোই ফ্রি নয় [ যদিও আপনি যেই ইন্টারনেটের জন্য বিল পরিশোধ করেন সেটা ফিল্টারিং হয়ে ISP এর প্রথম টাইর পর্যন্ত পৌছায় মাত্র যেখানে ১০০ জিবির মূল্য হয়তো মাত্র ১০ পয়সা…কি আশ্চর্য কথা তাইনা?! আপনার বিলের কোন টাকায় আপনার ভিজিট করা কিংবা ইউজ করা ওয়েবসাইট প্রোভাইডার পান না]।
এক কথাতে বলতে গেলে ইন্টারনেট কখনোই ফ্রি হয়না ইভেন ইন্টারনেটেও ফ্রি বলে কিচ্ছু হয়না!!

ফ্রি বেসিক আসলে কি??
ফ্রি বেসিকস [https://0.freebasics.com] হলো https://Internet.org ওয়েবসাইটের একটি পরিসেবা যারা আপনাকে কিছু শর্ত স্বাপেক্ষে বিনামূল্য ইন্টারনেট সেবা প্রদান করে থাকে; এরা আপাতত জিপি,এয়ারেটল ও রবি সার্ভিস প্রোভাইডার সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কো-অপারেট করছে তাই ব্যবসায়িক দৃষ্টিতে দেখলে এটাও ফ্রি নয়। তবে সহজ সরল দৃষ্টিকোণে আপনার কাছে জিপি/এয়ারটেল/রবি সীম থাকলে আপনিও নিশ্চিত একজন ফ্রি ইন্টারনেট ব্যবহারকারী হতে পারেন।

Google এর ফ্রি ইন্টারনেট!
চারিদিক যখন লেটেস্ট টেকনোলজির জয়জয়কার তখন Google ফ্রি ইন্টারনেট দিতে এমন একটা পথ বেছে নিয়েছে যেটা সত্যিই অবিশ্বাস্য; গুগল পৃথিবীর প্রত্যন্ত এলাকার মানুষদের ইন্টারনেট পরিসেবার আওয়তায় আনতে বেলুন উড়াবে যেটি Google Loon Project নামে পরিচিত। আসলে এখানে একটি রাউটার টাইপের ডিভাইস বেলুনের সাথে লাগানো থাকবে যেটি তার চারিপাশের টাওয়ার হতে সিগন্যাল নিয়ে নিচের এন্টেনার মাধ্যমে ফ্রিকুয়েন্সি আকারে ছড়িয়ে দিবে। বিষয়টা শুনতে অদ্ভুত মনে হলেও এটা ইতিমধ্যে গুগলের একটি সফল এডভেঞ্চার। তবে আপাতত খুব শীঘ্রই বাংলাদেশ এমন সুবিধা পাচ্ছে না…আফসোস!!
তবে আপনি চাইলে এমন এনালগ টাইপের আইডিয়া ব্যবহার করে আপনার এলাকাতে ফ্রি ইন্টারনেট /ফ্রি এফএম রেডিও সিস্টেম/ফ্রি টকিং ওয়াকিটকি / ফ্রি ডিশ লাইন সিস্টেম শুরু করতে পারেন যেখানে আপনার এ্যান্টেনা হলো শুধুই বেলুন; Google Loon = GO GO LOON প্রজেক্ট হিসেবে আপনিও হয়তো হয়ে যেতে পারেন আগামী দিনের সুপার ডুপার কেউ একজন!!

VPN ফ্রি ইন্টারনেট
vpn মানে হলো very privet network যেটার সাথে আদতে ফ্রি ইন্টারনেটের কোন সম্পর্ক নেই। মনে করুন আপনার পিসির নেটওয়ার্ক আইপি এড্রেস হলো XXXX এখন আপনি হয়তো চাচ্ছেন যে একটি নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করতে যেখানে আপনি নিজের পরিচয় গোপন রেখে সার্ফিং করতে পারবেন। এক্ষেত্রে একটি বিশেষ প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে আপনার উক্ত xxxx আইপি বদলে yyyy আইপি হয়ে যাবে ফলে উক্ত ওয়েব সার্ভার আপনাকে ট্রাক/ট্রেস করতে পারবে না; এই যে আইপির বদল হলো সেটাকে বলা হয় প্রক্সি। vpn শুধুমাত্র প্রক্সির জন্য নয় বরং বিভিন্ন ব্লকড ওয়েবসাইটে [যেমন রিজিওনাল ব্লকড সাইট] এক্সেস নিতেও ব্যবহার করা হয়।
কিন্তু এই ভিপিএন ব্যবহারে কিভাবে ফ্রি ইন্টারনেট পাওয়া যায়??
বিষয়টা একটু জটিল তাই সহজ করে বলি…..
মনে করুন আমি একটা চোর আর আপনার বাড়ীতে চুরি করতে চাই, আপনার বাড়ীর গেইটে একজন অন্ধ দাড়োয়ান আছে যে কিনা শুধুমাত্র আপনার নাম শুনলেই গেইট খুলে দিবে। এখন আপনার নামটাও আমি সঠিকভাবে জানি না তবে হয়তো হতে পারে রহিম/করিম এবং উপাধি হতে পারে খান/চৌধুরী
এখন আমি তাহলে কি করবো?! নিশ্চয়ই একবার গেইটে গিয়ে আমার নাম বলবো রহিম খান/রহিম চৌধুরী/করিম খান/করিম চৌধুরী [বারবার ট্রাই করতে থাকবো যাতে আসল নামটা কাজে খেটে যায়]।
ঠিক তেমনি ইন্টারনেটের ক্ষেত্রে এই নাম+ উপাধির মতোই ip এবং port এর সমন্বয়ে একটি প্রাইভেট নেটওয়ার্কে টানেলের মাঝে প্রবেশ করার চেষ্টা করা হয় যাতে উক্ত সার্ভিস প্রোভাইডিং অপারেটরের ইন্টানেট গেটওয়ের আনলকড সিস্টেমে ডাটা বাইপাস সম্ভব হয়। এতে আসলে ইন্টারনেটের কোন লাভ/ক্ষতি হয়না বরং যতোটুকু ক্ষতি হয় সেটা কেবলরাত্র উক্ত অপারেটর কোম্পানির তাইতো কোম্পানিগুলো এমন বিষয়ে সর্বদাই সজাগ থাকে।
তবে ইন্টারনেট যতোদিন রইবে ভিপিএনও ততোদিনই রইবে…ইটস ইউনিভারসাল সিস্টেম!!!

নিজেই বানান ফ্রি ইন্টারনেট!!!
পূর্বের প্যারাতেই ভিপিএন-প্রক্সি-পোর্ট-ফ্রি নেট নিয়ে বলেছি তবে এমন একটা সিস্টেম যদি আপনি নিজে হাতে বানাতে পারেন তবে কেমন লাগবে? ফ্রি খাওয়া আর বানিয়ে খাওয়ার মাঝে কষ্টের আড়ালে যে তৃপ্তিটুকু আছে সেটাই মুখ্য। আপনি চাইলে অতি সহজেই সিঙ্গেল পিএইচপি স্ক্রিপ্ট হতে এমন প্রক্সি সাইট তৈরী করে নিতে পারেন (ফ্রি ইন্টারনেট পাবেন এমনটা বলা সম্ভব নয় কেননা আজ একটি গেটওয়্যে খোলা থাকলেও কাল সেটি বন্ধ হতে কতোক্ষন?)!
সবার আগে NeonProxy ফাইলটি ডাউনলোড করুন এক্সট্রাক্ট করুন; অতঃপর আপনার হোস্টিং সার্ভারের index.php ফাইলটি আপলোড করে দিন…ব্যাস আপনার নিজের প্রক্সি সাইট রেডী। আপনি চাইলে স্ক্রিপ্ট’টি নিজের মতো করে মোডিফাই করে নিতে পারেন।
Demo → neonproxy.ueuo.com
[যেহেতু আমি শুধুমাত্র ডেমো দেখাতে ফ্রি হোস্ট ব্যবহার করেছি তাই এটি স্ট্যাবল নাও হতে পারে]
আসলে Proxy-FreeNet অনেকটা লুপের পেছনে লুকিয়ে থাকা গর্তের মতোন; Proxy যখন আপনার পরিচয় লুকায় তখন সিস্টেমের ত্রুটি আপনাকে FreeNet Access দেয় আরকি।
নবীনতর পূর্বতন