Best Top Facebook Bangla Post

সুন্দর কিছু বাংলা Fb Post আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

 শিখেছি সেথায়, ঠেকেছি যেথায়

 ১: আমার ব্যর্থতা আমার জন্য শিক্ষা

 ২: ৫টাকা দিয়ে।দিনের শুরু ১৬টাকা দিয়ে শেষ ।।তিন টাকা দিয়ে মুক্তি কিনে হবো নিরুদ্দেস

 ৩: মধুতেই যে মরে,তাকে বিষ দিয়ে মারতে নেই মধুর স্বাদে বিষ আমি

 ৪: অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিরে কেটে যায় আমার সময়

 ৫: যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম। অস্পষ্টতায় ভরা দূরের কিছুর থেকে কাছের কিছু দেখা অধিকতর শ্রেয়

 ৬: বাতায়নে মম উচ্ছ্বসিত আবেগ। প্রেমিকের নির্লিপ্ত কথনে আমি উন্মাদ বেগ ।। মানুষ হও নিজকে ভালোবাসো।

 ৭: আমার বসন্ত বাতাসে শুধু তুমি' গন্ধ.


 ৮: চেনার ভিড়ে অচেনা


 ৯: মহাজগতে জ্বলে উঠা আলোর এক ক্ষুদ্র কণা দিয়াশলাই হতে দাবানল অব্ধি বাদ নাই যার হানা


 ১০: পরিস্থিতি যেমন আই তেমন


 ১১: নিজের অস্তিত্ব খুঁজে বেড়াই.


 ১২: ভয় পাই,পড়ে যাই কিন্তু পরক্ষনে মাটি চেপে দাঁড়িয়ে রুখে দাড়াই।


 ১৩: যেখানে মৃত্যু মানে ছোটগল্প, সেখানে বেচে থাকাটাই উপন্যাস

 ১৪: এমন ভাবে বাঁচবো, যখন মারা যাবো চেনা মানুষগুলো কেঁদে কেঁদে বলবে 'অনেক ভালো মানুষ ছিলো'

 ১৫: নন্দিত নরকের শেষপ্রান্তে আমি নিশাচর।

 ১৬: আমিহ !আচ্ছা ইনবক্স এ আসো বলতেছি আমি কেহ

 ১৭: আমি ধূর্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর !

 ✅১৮: আমি বন্দী নই, আমি শেকল ছেড়া, আমার আত্মা সিক্ত, আমি দিশে হার

 ১৯: স্বপ্ন আর দেখি না!স্বপ্ন দেখানোর চেষ্টা করি

 ২০: যেখানে শেষ হবে সীমান্ত,সেখানেই খুজব নয়া দিগন্ত ছাড়বো না অাশা শেষ পর্যন্ত,জীবন মানে এগিয়ে চলা দূরন্ত


 ২১: গন্তব্যহীণ পথে হাটি, দু চোখে রূপালী স্বপ্ন নিয়ে

 ২২: নিজের সম্পর্কে তেমন কোনো ধারনা নেই

 ২৩: ছোট মনের আকাশমণি, ভিন্নতায় ছোঁয়ালো এক ফালি হাসি,আমি সেই হাসিতেই পোড়াতে চাই -আমার সারাবেলা।

 ২৪: আমার একূল ভাজ্ঞিয়াছে যেবা,আমি বাধি তার ঘর-আপন করিয়া খুঁজিয়া বেড়াই,যে করিয়াছে মোরে পর

ধন্যবাদ ,

Please Do not Spam

একটি মন্তব্য পোস্ট করুন

Please Do not Spam

Post a Comment (0)

নবীনতর পূর্বতন